পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

পাতরাইল মসজিদ/ আউলিয়া মসজিদ ও দিঘি


পাতরাইল মসজিদ/ আউলিয়া মসজিদ ও দিঘি         

       
জেলা  :   à¦«à¦°à¦¿à¦¦à¦ªà§à¦°
উপজেলা  :   à¦­à¦¾à¦™à§à¦—া

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামে অতি প্রাচীন এই পাতরাইল মসজিদটি রয়েছে। অনেকের নিকট এটি আউলিয়া মসজিদ নামেও পরিচিত। মসজিদের পাশেই আছে একটি বিশালাকারের দিঘি, এটিই পাতরাইল দিঘি। অতি প্রাচীন এই ঐতিহাসিক মসজিদটি ২ সারিতে নির্মিত ১০ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। দেয়ালগুলো খুবই পুরু; প্রায় ৭ ফুট। মসজিদটিতে প্রবেশের জন্য পূর্বদিকে ৫টি এবং উত্তর ও দক্ষিণ দিকে ২টি করে প্রবেশদ্বার রয়েছে। পশ্চিম দেয়ালে আছে ৫ টি মিহরাব। মিহরাবগুলো দৃষ্টিনন্দন কারুকার্যে শোভিত। মসজিদের বাহিরের দেয়ালেও রয়েছে পোড়ামাটির কারুকার্য। মসজিদটির অভ্যন্তরের নামাজ কক্ষে পাথরের তৈরি ৪টি ন্তম্ভ রয়েছে।
মসজিদের কাছেই একটি মাজার আছে; এটি মজলিস আউলিয়া নামক এক আউলিয়ার মাজার। মসজিদটির কাছেই আউলিয়ার মাজার থাকার কারনে, স্থানীয়দের নিকট মসজিদটি মজলিস আউলিয়ার মসজিদ নামেই বেশি পরিচিত। মাজারের সাথে একটি পাথর আছে, সেখানে হিন্দু-মুসলমানদের অনেকেই দুধ ঢেলে মানত করে। তাদের বিশ্বাস, পাথরটির উপর দুধ ঢেলে মানত করলে, আউলিয়ার উসিলায় তা পূর্ণ হবে। স্থানীয়দের বিশ্বাস, মজলিস আউলিয়াই এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদটির নির্মাণ কৌশল অনুযায়ি, এটি সুলতান হোসেন শাহ্‌ বা তার পুত্র নুসরত শাহ এর আমলে ১৪৯৩ খ্রিষ্টাব্দ হতে ১৫১৯ খ্রিষ্টাব্দের কোন এক সময়ে এটি নির্মিত হয়েছে।




.         



Last Updated Date of This Artical : 0000-00-00



      Share This on FB          


ফরিদপুর  জেলার অন্যান্য দর্শনীয় স্থান  

ফরিদপুর  জেলার হোটেল/মোটেল  

ফরিদপুর  জেলার রেস্টুরেন্ট/ফাস্ট-ফুড  

ফরিদপুর  জেলার রিসোর্ট  

ফরিদপুর  জেলার আইন-শৃংখলা বাহিনী  
Alfadanga     :     OC Alfadanga Police Station     :     01713-373559
Bhanga     :     OC Bhanga Police Station     :     01713-373564
Boalmari     :     OC Boalmari Police Station     :     01713-373558
Charbhadrasan     :     OC Charbhadrasan Police Station     :     01713-373560
Faridpur Sadar     :     OC Kotoali Police Station     :     01713-373556
Madhukhali     :     OC Madhukhali Police Station     :     01713-373557
Nagarkanda     :     OC Nagarkanda Police Station     :     01713-373561
Sadarpur     :     OC Sadarpur Police Station     :     01713-373562
Saltha     :     OC Saltha Police Station     :     01713-373563

ফরিদপুর  জেলার ট্যুরিস্ট পুলিশ  

ফরিদপুর  জেলার শপিং মল  


পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান